কম্পিউটার চালু হচ্ছে না, কি ভাবে চালু করবেন ?


** কম্পিউটার চালু হচ্ছে না? কি ভাবে চালু করবেন ?


যদি আপনার কম্পিউটার চালু হচ্ছে না তাহলে এতে বিভিন্ন ধরণের 

সমস্যা হতে পারে।

কিছু ক্ষেত্রে আপনার সিস্টেম সফটওয়্যার এর ঝামেলা এর কারণ 

হতে পারে এবং কিছু ক্ষেত্রে হার্ডওয়্যার খারাপ হওয়াটাও এর কারণ 

হওয়া দেখা গেছে।


*কম্পিউটার চালু না হলে, নিচে দেওয়া এই প্রক্রিয়া গুলি করে 

দেখতে পারেন।

এতে কম্পিউটার চালু না হওয়ার সমস্যার সমাধান হয়ে যায়।

 যদি আপনার কম্পিউটার হটাৎ কিছু দিন থেকে স্টার্ট হচ্ছেনা, 

তাহলে হতে পারে PSU (power supply unit) নষ্ট হয়েছে। PSU বা 

SMPS আপনার 
                            What is Switch Mode Power Supply? and How SMPS works? - Online ...
কম্পিউটারের motherboard এ বিদ্যুৎ প্রদান করার কাজ করে। তাই 

যদি power supply unit খারাপ হয়েছে, তাহলে কম্পিউটার 

কোনোমতেই চালু হবেনা। এই ক্ষেত্রে, একটি নতুন PSU কিনে 

motherboard এর সাথে সংযুক্ত করতে হবে।


* আপনার CPU cabinet এর পেছনে লেগে থাকা Power  cable টি 

চেক করে দেখুন। হতে পারে ক্যাবলটি খারাপ হয়েছে বা ঢিলা করে 

লেগে রয়েছে যার জন্য কম্পিউটার চালু হচ্ছেনা।


 প্রত্যেক computer motherboard এর সাথে RAM সংযুক্ত হয়ে থাকে। 


এবং,  motherboard এ থাকা "RAM slot" যেখানে RAM লাগানো হয়, 

সেখানে যদি ধুলো জমে যায় তাহলে, কম্পিউটার সম্পূর্ণ ভাবে বন্ধ 

হয়ে থাকবে।

                                     Put Computer Memory DDR RAM In The Slot Of Motherboard Stock Photo ...
 তাই, এই ক্ষেত্রে আপনি motherboard এ থাকা RAM slot থেকে 

RAM গুলি খুলে slot গুলির থেকে ধুলো সরিয়ে দিতে হবে। আবার, 

RAM গুলিকেও অল্প পরিষ্কার করে, তারপর আবার ram slot এ 

লাগিয়ে দিতে হবে। এতে কম্পিউটারের নিজে নিজে বন্ধ হওয়ার 

সমস্যার সমাধান হয়ে যায়।



CPU Cabinet এ থাকা power switch খারাপ থাকলে আপনার 

কম্পিউটার চালু হবেনা। কম্পিউটার চালু না হওয়া সমস্যা এই 

power 

switch খারাপ থাকার জন্যও হয়। তাই আপনি চাইলে একবার cpu 

cabinet টি বদলে অবশই দেখতে পারেন। তাছাড়া যদি সম্ভব হয় 

"power switch" টি মেরামত করতে পারেন।
                                        Power+switch Images, Stock Photos & Vectors | Shutterstock

 CPU cabinet টি খোলে একবার ভালো করে দেখুন, কোনো জরুরি 

power cable কম্পিউটারের motherboard থেকে সংযোগ ছিন্ন  করা 


তো নেই। যদি আছে তাহলে সেটা আবার সঠিক ভাবে motherboard 

এর সঠিক জায়গায় সংযুক্ত করে দিতে হবে।



তাহলে যদি ওপরে বলা সমাধান গুলি করেও আপনার কম্পিউটার 

চালু হচ্ছে না, তাহলে হয়তো আপনাকে সম্পূর্ণ "motherboard" টি 

পাল্টে দিতে হবে।

Post a Comment

0 Comments