প্রয়োজনীয় কম্পিউটার কোর্স গুলি


* প্রয়োজনীয় কম্পিউটার কোর্স সমূহ কি কি ?


আপনাদের এমন কিছু প্রয়োজনীয় কম্পিউটার কোর্স গুলির বিষয়ে বলছি, যেগুলি যেকোনো চাকরির ক্ষেত্রে এবং আপনার নিজের শিক্ষার ক্ষেত্রে অনেক জরুরি।
কম্পিউটারের এই জরুরি কোর্স গুলি আপনারা "উচ্চমাধ্যমিকের" পর বা "গ্রাজুয়েশন" করার পর করলে বেশি ভালো হয়।

১. MS office professional course
আজকাল যেকোনো অফিসে বা দপ্তরে কম্পিউটারের সাথে জড়িত যেকোনো কাজ MS office এর মাধ্যমে করা হয়।
                                           How to Fix Missing Office Shortcut Icons
তাই যতটা জলদি সম্ভব MS office word, PowerPoint বা excel application এর বিষয় গুলিতে নিজেকে একজন বিশেষজ্ঞ হিসেবে তৈরি করে নিন।
Microsoft office এর কম্পিউটার কোর্স গুলি করতে আপনার কেবল ২ থেকে ৩ মাসের সময় লাগবে।
 যত বেশি প্রাকটিক্যাল চর্চা করবেন ততটাই ভালো করে শিখতে পারবেন।

২. Animation & VFX
এই "animation" এবং "vfx" এর কম্পিউটার কোর্স সুমুহ করাটা সবাইর পক্ষে সম্ভব হয়না।
তবে উচ্চমাধ্যমিকের পর এই কম্পিউটার কোর্সের করার চাহিদা অনেক বেশি বেড়ে যাচ্ছে।

কারণ এখনকার সময়ে "graphic designing" এবং "animation" এর ক্যারিয়ার তৈরি করতে পারলে প্রচুর সুযোগ থাকবে।
                              How to add VFX in Photoshop - Visual Effect Magic - Nemanja ...
ভবিষ্যতে "animation & VFX" এর চাহিদা আরো অনেক বেড়ে যাবে।

এছাড়া এই ধরণের একটি কোর্স করে আপনারা নিজেদের অ্যানিমেশন ভিডিও তৈরি করে "YouTube" এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
আবার এই কম্পিউটার কোর্স করে আপনারা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারবেন।
যেমন:-
"Freelance VFX Professional"
"VFX Expert"
"Film Animation"
"Trainer"
"Professional visual Effects Expert"
এবং ইন্টারনেটে অল্প খুঁজলেই এই কোর্স করে অন্যান্য কি কি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে সেটাও জেনেনিতে পারবেন।

Visit the ⇉ home page for more information

Post a Comment

0 Comments