1. Web Designing & Development
এই সময় web designer এবং developer দের চাহিদা প্রচুর।
তাছাড়া, এই কম্পিউটার কোর্স করলে, চাকরির সুযোগ প্রচুর থাকবে।
তবে, নিজের একটি web designing & development এর ব্যবসাও করাটা সম্ভব হবে।
Web designing করে, আপনারা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ হয়ে দাঁড়াতে পারবেন।
যেমন:-
*Web designer (নিজস্ব ব্যবসা বা চাকরি হিসেবে)
*Web Developer (নিজস্ব ব্যবসা বা চাকরি হিসেবে)
*UEX Designer
*Graphics Designer
2. Digital Marketing
এই কোর্স করা লোকেদের চাহিদা প্রচুর।
কারণ, মার্কেটিং এর ক্ষেত্রে দিনের পর দিন এই অনলাইন প্রযুক্তির গুরুত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে।
*তাছাড়া, উচ্চমাধ্যমিকের পর আপনি যদি কিছু আলাদা এবং লাভজনক digital technology র সাথে সংযুক্ত কোর্স করতে চাচ্ছেন, তাহলে “Digital Marketing” এর কোর্স সেরা।
*এই ক্ষেত্রে, চাকরির সুযোগ অনেক বেশি থাকে।
কারণ, এই বিষয়ে অভিজ্ঞতা থাকা লোকেদের সংখ্যা অনেক কম।
ডিজিটাল মার্কেটিং কি ?
এই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে আপনারা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ হয়ে দাঁড়াতে পারবেন।
যেমন:-
Digital Marketer (নিজস্ব ব্যবসা হিসেবে)
Digital Marketing professional (অন্যান্য কোম্পানির জন্য কাজ করে)
Online Brand Management
Social Media Manager
SEO professional
SEO consultant
Digital Marketing instructor (নিজের কোর্স তৈরি করতে পারবেন)
3. Computer Hardware Repairing
আজ প্রত্যেকের ঘরেই কম্পিউটার বা ল্যাপটপ অবশই রয়েছে।
তাই, এই ধরণের একটি hardware repairing কোর্স করা থাকলে, আপনি নিজের একটি computer repairing এর দোকান অবশই দিতে পারবেন।
তাছাড়া, computer hardware repairing এবং maintenance নিয়ে আপনার যদি ভালো অভিজ্ঞতা এবং জ্ঞান থাকে, তাহলে অনেক নাম করা IT company গুলিতেও চাকরি পাওয়ার সুযোগ অবশই থাকবে।
4. Mobile Application Development
এখন একটি smartphone আমাদের জীবনের সব থেকে প্রিয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। এবং এর ব্যবহার ও চাহিদা দিনের পর দিন বাড়তেই থাকবে।
তবে, online shopping থেকে শুরু করে বিভিন্ন রকমের mobile games, food ordering এবং প্রায় যেকোনো ক্ষেত্রে একটি mobile application রয়েছে।
*আর তাই, এখনের সময়ে mobile app development আপনার জন্য অনেক লাভজনক এবং নতুন রকমের একটি ক্যারিয়ার হিসেবে প্রমাণিত হতে পারে।
এই, ধরণের কোর্স করা লোকেদের সংখ্যা বর্তমানে অনেক কম।
এবং তাই, app development এর বিষয়টি নিয়ে ভালো করে জ্ঞান নিতে পারলে, বিভিন্ন IT company গুলিতে চাকরি পাওয়ার প্রচুর সুযোগ থাকবে।
তাছাড়া, আপনি নিজের একটি mobile app তৈরি করেও প্রচুর টাকা আয় করতে পারবেন।
এই কোর্স করে আপনারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হয়ে দাঁড়াতে পারবেন।
যেমন:-
Application editor & designer
UI designer
Application developer
Entrepreneur (নিজের app তৈরি করে)
App tester
তাহলে, ছাত্ররা উচ্চমাধ্যমিকের পর বা গ্রাজুয়েশন করার পর ওপরে বলা কম্পিউটার কোর্স গুলি করলে, বিভিন্ন IT company সহ ভালো ভালো কোম্পানি গুলিতে চাকরি পাওয়ার প্রচুর সুযোগ থাকবে।
5. কম্পিউটারে কি টিভি দেখা সম্ভব ?
কম্পিউটারে টিভি দেখাটা অবশই সম্ভব। আমি নিজেই আমার কম্পিউটারের মাধ্যমে TV দেখছি।
তবে, আপনি টিভি দুটি মাধ্যমে দেখতে পারবেন।
যেমন:-
1:-বিভিন্ন অনলাইন live TV website বা application এর মাধ্যমে।
2:- TV tuner card ব্যবহার করে।
*TV টিউনার কার্ড এক রকমের কম্পিউটার হার্ডওয়্যার।
এই হার্ডওয়্যার আপনি আপনার monitor এর সাথে সংযুক্ত করে, তারপর যেকোনো DTH বা Dish TV র মাধ্যমে টিভি দেখতে পারবেন।
*মনে রাখবেন, সবসময় external TV tuner card ব্যবহার করবেন।
এতে, আপনি কম্পিউটার না চালিয়েই monitor এর সাহায্যে টিভি দেখতে পারবেন।
তবে, internal TV TUNER card ব্যবহার করলে, যতবার আপনি টিভি দেখতে চাইবেন, আপনার কম্পিউটার চালু করতেই হবে।
⇒visit the home page For more information.
0 Comments